
কোনো ছুটি বা পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান। গত ছয় দিন ধরে তিনি থানায় উপস্থিত হননি। তার কক্ষ তালাবদ্ধ এবং ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১ মার্চ) সরেজমিনে গিয়ে পালং মডেল থানায় তার কক্ষ বন্ধ দেখতে পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি ২৪ এপ্রিল সন্ধ্যার পর থেকে আর থানায় আসেননি।
মোহাম্মদ মাসুদুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। মামলার এজাহার অনুযায়ী, ঢাকার আশুলিয়ায় ৫ আগস্ট ছাত্র ও জনতার গণআন্দোলনের সময় গুলিতে নিহত হন শহীদ সাজ্জাদ হোসেন সজলসহ ছয়জন। পরে মরদেহগুলো পুলিশ ভ্যানে পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ। নিহত সজলের মা শাহীনা বেগম বাদী হয়ে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ৪০ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে মাসুদুর রহমান ২৭ নম্বর আসামি।
জানা গেছে, আশুলিয়া থানায় কর্মরত থাকাকালীন ঘটনার পর মাসুদুর রহমানকে শরীয়তপুরে বদলি করা হয়। গত ১৫ সেপ্টেম্বর তিনি শরীয়তপুর জেলা পুলিশের আওতায় যোগ দেন এবং পরে ১২ ডিসেম্বর তাকে পালং মডেল থানায় তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “মাসুদুর রহমান ২৪ এপ্রিল সন্ধ্যার পর থেকে থানায় অনুপস্থিত। সহকর্মীদের জানিয়েছেন, তার মা অসুস্থ হওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকায় গিয়েছেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, “স্যার গত ২৪ তারিখ থেকে অফিসে আসছেন না। শুনেছি তার মা অসুস্থ, এ কারণেই তিনি ঢাকায় গেছেন।”
তবে তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, “তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তবে তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য বা নির্দেশনা পুলিশ হেডকোয়ার্টার কিংবা আদালত থেকে আমাদের কাছে পাঠানো হয়নি।”
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মোহাম্মদ মাসুদুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ পাওয়া গেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর