
পাবনার ভাঙ্গুড়ায় গাঁজা ও ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলে তানভীর আহমেদ শিমুলকে (২৬) কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, বুধবার রাতে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে থানা-পুলিশ। তার বাড়ি পৌরসভার চৌবাড়ীয়া দক্ষিণ পাড়া মহল্লায়। সে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুল হকের ছেলে।
পুলিশ বলছে, শিমুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটকের সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ৭ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন শিমুল ও পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার বেজপাড়া এলাকার পলাশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় শিমুলকে আটক করা গেলেও পলাশ কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক হওয়া শিমুলকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর