
নাটোরের সিংড়ায় নাটোর জজকোর্টের আইনজীবী বাকি বিল্লাহ রশিদী ও তার ভাই আব্দুল বারী রশিদীর বাসার ৬ টি রুমের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এসময় ঘরে থাকা নগদ ৭২ হাজার টাকা স্বর্ণ অলংকার সহ আনুমানিক ২ লক্ষাধিক টাকা জিনিসপত্র লুট করে নেয় ঐ চোরেরা।
অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশিদী জানান, সে পরিবার নিয়ে নাটোরে এবং তার মা বাসায় না থাকায় এ ঘটনা ঘটে। আজ সকালে স্থানীয়রা খবর দেয় বাসার দরজা ভাঙ্গা। এ চুরির ঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর