
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোবিপ্রবির বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৯৭৭ জন। উপস্থিতির হার ছিল ৯২ শতাংশ।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান, আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আবদুল কাইয়ুম মাসুদ, পরীক্ষা হলসমূহে ভিজিল্যান্স ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক এ এফ এম আরিফুর রহমান, পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক ইসমাইল বলেন, ‘আমরা চেষ্টা করেছি পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে। অভিভাবকদের জন্যও বসার ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।’
তিনি জানান, আগামী ৯ মে শুক্রবার অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা নোবিপ্রবির পাশাপাশি জেলার আরও চারটি কেন্দ্রে নেওয়া হবে।
উপাচার্য নোয়াখালীবাসীসহ ভর্তি পরীক্ষায় সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্লাব ও সাংবাদিকদের আন্তরিক সহায়তায় আজকের পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, পরবর্তী পরীক্ষাতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর