
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদীপুর ও ইসলামপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, দা, চাপাতি, হাসুয়া, ৪১০ পিচ ইয়াবা, ২ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল, ৬ বোতল যৌন উত্তেজক ওষুধ ও বিস্ফোরকদ্রব্য, গান পাউডারসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে মোঃ সেন্টু, মোঃ রিন্টু, ও মোঃ মানিক, একই গ্রামের হানিফের ছেলে মোঃ সজল, নিয়াজের ছেলে মোঃ মঈনুদ্দিন ও হাবিলের ছেলে মোঃ হানিফ। গ্রেফতার ছয়জনের মধ্যে মোঃ সজল শরিফ কাইগি বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।শরিফ কাইগি দৌলতপুর চরাঞ্চলের একসময়ের ত্রাস ৎ প্রয়াত সন্ত্রাসী লালচাঁদ বাহিনীর সক্রিয় সদস্য।
স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, গত ৫ই আগস্টের পর দৌলতপুরের চরাঞ্চলের ফিলিপনগরে আবারও কয়েকটি সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্য শুরু হয়েছে। যৌথ অভিযানে গ্রেফতার ছয়জন সন্ত্রাসী আলাদা ৩ টি বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা স্থানীয় বিএনপির সাবেক এমপি বাচ্চু মোল্লা, শামিম মোল্লা ও শিশির মোল্লা-সমর্থিত বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দৌলতপুরের চরাঞ্চলের ফিলিপনগরের প্রয়াত লালচাঁদ বাহিনীর দৌরাত্ম্য শুরু হয় এবং বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে।
গ্রেফতারকৃত ৬ জনের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। দৌলতপুরের যে কোনো এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর