
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও একধাপ অগ্রসর হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা জোরদারের লক্ষ্যে ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর (State Department)।
প্রস্তাবিত এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের ‘Foreign Military Sales (FMS)’ কর্মসূচির অধীনে বাস্তবায়িত হবে। এটি ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (IPMDA) উদ্যোগের অংশ হিসেবে ভারত-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (Defense Security Cooperation Agency - DSCA) প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে ভারতের সামুদ্রিক পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের কৌশলগত বোঝাপড়াও আরও গভীর হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, “এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য পূরণ এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশ্লেষকরা আরও মনে করছেন, এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন ইন্দো-প্যাসিফিক এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাই এই সামরিক সহায়তা শুধু প্রতিরক্ষা সহযোগিতাই নয়, বরং কৌশলগত অবস্থানগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (DSCA), ইউএস স্টেট ডিপার্টমেন্ট।
সর্বশেষ খবর