
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ধানুরিয়া গ্রামে রবিবার (৩ মে) রাত আনুমানিক দেড় টার দিকে হাজী মো. এতেম আলী মাস্টারের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে হামলায় ঘরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।
সেই সাথে বেশ কয়েকটি চকলেট বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এলাকা ত্যাগ করে ওই সন্ত্রাসীরা। ওই বাড়ির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী মো. এতেম আলী মাস্টার জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ির পিছনের দিকে একদল সন্ত্রাসী এসে অর্তকৃত হামলা চালায় হামলা করে বাড়ির ঘরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে টিনের বেড়ায় আঘাত করে এ সময় স্থানীয় গ্রামবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।
ওই বাড়িতে যে বোম ফাটানো হয়েছে তা বিয়ে বা কোন উৎসবে যে পটকা ফাটানো হয় সেই গুলো একাধিক ওই পটকা সেখানে পড়ে থাকতে দেখা গিয়েছে যা ফোটেনি। আসলে এ গুলো শুধু আওয়াজ করার জন্যই ফুটানো হয়।
এ ব্যাপারে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান, এতেম আলী মাস্টার পরিবার। পাংশা মডেল থানার ডিউটি অফিসার এস আই কামাল হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়রা বলছেন, এই মাস্টার পরিবার একটি নিরীহ পরিবার তারা এলাকার মধ্যে সম্ভ্রান্ত বলেই জানেন সবাই এমন হামলা কেন তা কেউ অনুমান করতেই পারছেন না। তবে সম্প্রতি ওই এলাকায় কিছু উঠতি বয়সের ছেলেদের একাধিক গ্রুপ রয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন, রাত ১২-১ টার দিকে প্রায় প্রতিদিনই ১২/১৫ জনের একটি দল এই এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের নিকট আগ্নেয়াস্ত্র রয়েছে।
এমন অন্তত ২টি গ্রুপ ওই এলাকার মধ্যে বিরাজমান বলেও ধারানা তার। এ ব্যাপারে থানা পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর