
কুয়েতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। ইসলামি ক্যালেন্ডারের ১১তম মাস জিলকদ চাঁদ দেখা যাওয়ার পর নিশ্চিত হয়েছে যে পরবর্তী মাস হবে জিলহজ, যা হজ ও কোরবানির ঈদের প্রস্তুতির সূচনা করে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন বৃহস্পতিবার থেকে ৮ জুন রবিবার পর্যন্ত সরকারি ছুটি থাকবে। ৫ জুন নির্ধারণ করা হয়েছে আরাফার দিন হিসেবে, আর ৬ জুন থেকে শুরু হবে ঈদের ছুটি। এছাড়া, ৯ জুন সোমবার ‘রেস্ট ডে’ বা অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে, ফলে কুয়েতে অফিস-আদালত খুলবে ১০ জুন মঙ্গলবার থেকে।
মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। এ হিসেবে ৫ জুন পালিত হবে পবিত্র আরাফার দিন এবং ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।
ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর আদেশ পালন করতে গিয়ে হজরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার যে অসাধারণ ত্যাগের নিদর্শন রেখেছেন, তার স্মৃতিতে এই দিনটি পালিত হয়। জিলহজ মাসের ১০ তারিখে পালিত এই উৎসব মুসলিমদের মধ্যে ত্যাগ ও একতার বার্তা ছড়িয়ে দেয়।
সর্বশেষ খবর