
নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারীর নাম শামসুন্নাহার (৭০)। তিনি মৃত নুরুল হক মাষ্টারের দ্বিতীয় স্ত্রী এবং বৈলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছেলে জাবের হোসেন (২৮) কে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। জাবের একজন চিহ্নিত মাদকসেবী বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মা ও ছেলে একসঙ্গে একই ঘরে বসবাস করতেন। মাদকের টাকা না পেয়ে প্রায়ই জাবের তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। শনিবার রাতেও টাকার জন্য চাপ দেয়ার একপর্যায়ে জাবের তার মাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর সারারাত মৃত মায়ের মরদেহের পাশেই ছিল জাবের। সকালে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। রবিবার (৪ মে) সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, নিহতের হাত ভাঙা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘরের ভেতর দরজার হাতল দিয়ে আটকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, “আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে হত্যার প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।”
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর