
বরিশালে ২ দফা দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ মানববন্ধন কর্মবিরতি পালন করেন তারা।
এসময় বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে।
একইসাথে বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরে পরবর্তী সপ্তাহ থেকে ১২ তম গ্রেডভুক্ত করতে হবে। বিদ্যমান ব্লক পথ বিলুপ্ত করে যুগোপযোগী পথ যোগ্যতা ও জ্যেষ্ঠ্যতাী ভিত্তিতে পদোন্নতি রেখে পদোন্নতি স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি এসএম হেদায়েতুন্নবী জাকির, সাধারণ সম্পাদক মো কামরল হাসানসহ অংশ গ্রহন করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর