
রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের ছাদ থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে বলে জানিয়েছে একটি সূত্র।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিচতলার একটি অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, “ভবনের বিভিন্ন অংশে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে ভবনের ছাদ থেকে তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।”
ফায়ার সার্ভিসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগতে পারে।
ঘটনার সময় ভবনের ভেতরে অনেক মানুষ অবস্থান করছিল। হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর