
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজার চালানসহ ২ জনকে আটক করেছে।
এ সময় ১৩টি প্যাকেট ভর্তি গাঁজা ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার (৫ মে) ভৈরব থেকে একটি পিকআপভ্যান গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে আসছে। তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়াসহ ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান করি। বেলা ১২টার দিকে পিকাপভ্যানটি ঈশ্বরগঞ্জ আসলে সংকেত দিয়ে দাঁড় করাই।
এসময় চালক ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে গাড়ি তল্লাশি করে ১৩টি প্যাকেটে থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা বহনকারী আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের মোখলেস মিয়া পুত্র মামুন মিয়া (২৫) ও লেদু মিয়ার পুত্র সাব্বির হোসেন (২৩)।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, আকটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর