
কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রোহান মিয়া (১৯) নামে এক কর্মীর পায়ের রগ কেটে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাজিব ইসলাম রাজুও।
সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত রোহান মিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং আহ্বায়ক রাজিব ইসলাম রাজুর চাচাতো ভাই। রোহানকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত ২ মে জেলা ছাত্রদল কলেজ শাখার পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে। এ কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। সোমবার নবগঠিত কমিটির আনন্দ মিছিলের প্রস্তুতিকালে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটে।
কলেজ শাখার আহ্বায়ক রাজিব ইসলাম রাজু অভিযোগ করে বলেন, “উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজমানুর রহমান সুজন আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালায়।” তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সুজন বলেন, “রোহানের পা কাটা সংঘর্ষের ঘটনা নয়, এটি কলেজের বাইরে অন্য একটি ঘটনায় হয়েছে।”
এ বিষয়ে ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশ জানায়, রোহানের ডান পায়ের রগ কেটে গেছে, তিনি বর্তমানে পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
সর্বশেষ খবর