
চাঁদাবাজি ও ভূমিদস্যুতায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাসিরকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।
সোমবার (৫ মে) রাত ১০টার দিকে কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক ছুরত আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় নাছির উদ্দীন নাসিরের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী বলেন, "চাঁদাবাজি ও ভূমিদখলের মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে কয়েকবার মৌখিক সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সংশোধন না হওয়ায় আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।"
বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত এই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। এলাকাবাসী ও দলের একাধিক নেতাও তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।
এদিকে কক্সবাজারে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ বেড়েই চলেছে। এতে জেলার রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
তবে অভিযুক্ত নাছির উদ্দীনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর