
প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু ঘটনার জন্ম দেয়, যা সাধারণ মানুষের চিন্তারও বাইরে। তেমনই এক বিরল ও ব্যতিক্রমী ঘটনা ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামের মধ্যপাড়ায়।
গ্রামের প্রবীণ সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের বাড়িতে পালিত একটি আধাবয়সী মুরগি, যা নিয়মিত ডিম দিত ও বাচ্চা ফুটাত, হঠাৎ করেই মোরগের আচরণ প্রদর্শন শুরু করেছে—যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মো. আমজাদ হোসেন রতন (৫৫) বলেন, “প্রায় দেড় বছর ধরে মুরগিটিকে লালন-পালন করছি। একাধিকবার ডিম দিয়েছে, বাচ্চাও ফুটিয়েছে। কিন্তু ২-৩ দিন আগে ছোট মেয়ে জানায়, মুরগিটি মোরগের মতো ডাকছে। তখন ভালোভাবে লক্ষ্য করে দেখি—ঝুঁটি গজিয়েছে, পালক শক্ত হয়েছে, এবং গত ৮-১০ দিন ধরে ডিম দেওয়া বন্ধ।”
গৃহকর্ত্রী মোছা. লাখী তালুকদার বলেন, “মুরগিটি ঘরের একজন সদস্যের মতোই ছিল। হঠাৎ তার আচরণ বদলে গিয়ে এখন সে মোরগের মতো হাঁটে, ডাকেও।”
ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন তালুকদার বাড়িতে। সরেজমিন দেখা গেছে, মুরগিটি এখন মোরগের মতো আচরণ করছে, ডাকছে, এমনকি হেঁটেও বেড়াচ্ছে পুরুষ পাখির ভঙ্গিতে।
বিশেষজ্ঞদের মতামত:
একজন অভিজ্ঞ প্রাণিচিকিৎসক জানান, “এটি এক ধরনের হরমোনজনিত অস্বাভাবিকতা। কোনো কারণে মুরগির ডিম্বাশয় অকার্যকর হয়ে গেলে শরীরে পুরুষ বৈশিষ্ট্য বিকশিত হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ‘Spontaneous Sex Reversal’। এটি বিরল হলেও সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য ঘটনা।”
এখন পর্যন্ত প্রাণীটির বিষয়ে কোনো চিকিৎসা গ্রহণ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ায় অনেকে একে অলৌকিক বললেও বিশেষজ্ঞরা বলছেন—এটি প্রকৃতির একটি বিরল ও বিজ্ঞানসম্মত ব্যতিক্রম।
স্থানীয় বাসিন্দারা বলেন, “জীবনে এমন ঘটনা কখনও দেখিনি। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু করে, যা সত্যিই বিস্ময়কর।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর