
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদ্য নির্মাণাধীন একটি পাকা সড়কের কার্পেটিং কাজ শেষ না হতেই উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটলও। নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয়দের প্রতিবাদ ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হলে মঙ্গলবার (৬ মে) প্রকল্প এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান।
জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক পাকা করার কাজ চলছে। এর ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা। কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি কাজটি বাস্তবায়ন করছে এবং স্থানীয়ভাবে বেলাল হোসেন নামের এক ব্যক্তি কাজ তদারকি করছেন।
স্থানীয় বাসিন্দা শহিদ, রাজ্জাক ও জুবায়ের জানান, “মাত্র তিন দিন আগে কার্পেটিং করা হলেও ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে এবং কার্পেটিং উঠে যাচ্ছে। আমরা নিজেরা পরীক্ষামূলকভাবে কিছু অংশ তুলে দেখি ভিতরে গুণগত মান ঠিক নেই।”
সোমবার ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তার কিছু অংশের কার্পেটিং তুলে ফেলেন এবং কাজ বন্ধ করে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী হাসান আলী, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক এবং প্রকল্পের কনসালটেন্ট আল আমিন ঘটনাস্থলে ছুটে যান।
নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান বলেন, “বিটুমিন ঠিকমতো জমাট না বাঁধায় এমনটি হতে পারে। প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যেখানে সমস্যা রয়েছে, সেখানে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রকল্প বাস্তবায়নকারী বেলাল হোসেন জানান, “কাজ এখনো চলমান। কনসালট্যান্টের পরামর্শ অনুযায়ী কাজ করছি। কোথাও সমস্যা হলে তা ঠিক করে দেবো।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর