
যশোরের বড় বাজারের হাটচান্নি মার্কেটে অবস্থিত ‘শফির সুতো-বর্শি’ দোকানে আগুন লেগেছে। মঙ্গলবার (৬ মে) দুপুর ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে দোকানটিতে আগুন লাগার পর তা আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন।
যশোর ফায়ার সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মামুনুর রশিদ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।”
আগুন লাগার কারণ ও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর