
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ চত্বরে বজ্রপাতে একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে দশটার দিকে কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। বজ্রপাতের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকাশে মেঘ জমে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে। পরে দেখা যায়, পদার্থ বিজ্ঞান ভবনের সামনে থাকা একটি বড় মেহগনি গাছ উপর থেকে নিচ পর্যন্ত সোজাভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে।
এডওয়ার্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, “আমরা তখন পদার্থ বিজ্ঞান বিভাগের ভেতরে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং আমাদের চোখের সামনেই গাছটি চিরে যায়। আমরা সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে সরে যাই।”
ঘটনার পরপরই কলেজ চত্বরে ভিড় জমায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় উৎসুক মানুষ। অনেকে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করছেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, “ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। গাছটি দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের পরিস্থিতিতে সবাইকে গাছের নিচে আশ্রয় না নেওয়ার জন্য সতর্ক থাকতে হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর