
বরগুনা বিআরটিএ বিআরটি অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) সকাল থেকে দুদকের টিম অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন নথিপত্র পরীক্ষা করে।
অভিযোগ রয়েছে, সঠিকভাবে পরীক্ষা না নিয়েই অনেককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে। এছাড়াও ঘুষ নিয়ে পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেয়ার অভিযোগও উঠেছে। অভিযানের সময় অফিসের নথিপত্র যাচাই করা হয় এবং কয়েকজন কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়।
দুদক সূত্র জানায়, প্রাথমিক তদন্তে কিছু অসংগতি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর