
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার ৮নং ওয়ার্ডে অবস্থিত লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার জন্য ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবেশ অধিদপ্তর জানায়, বান্দরবান কার্যালয়ের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৭ এর আওতায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এই ক্ষতিপূরণ ধার্য করা হয়।
এদিকে, স্থানীয়রা জানায়, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতির মাঝখানে রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনের ফলে পরিবেশের চরম বিপর্যয়ের আশঙ্কা’—এই শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসে।
লামা উপজেলার সরই ইউনিয়নের আন্ধারী খালের উৎপত্তিস্থলে আন্ধারীর আগায় পাহাড় কেটে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশাল রাবার প্রসেসিং ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর ফলে স্থানীয় কয়েক হাজার পাহাড়ি-বাঙালি জনগণের কৃষি, মৎস্য চাষ এবং দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ সুপেয় পানির প্রাকৃতিক উৎস—আন্ধারী খাল—এর পানি দূষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি, স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ বিপর্যয়ের ভয়ও করছেন তারা।
এ প্রসঙ্গে, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, “সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার ৮নং ওয়ার্ডে অবস্থিত লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ এর আওতায় ১৬ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর