
দীর্ঘ অর্ধযুগ পর লেমুয়া টু তেরবাড়িয়া সড়কের আশার আলো দেখছেন স্থানীয়রা। লেমুয়ার হাজারো মানুষের মহাসড়কে যাতায়াতের অন্যতম সড়ক তেরবাড়িয়া সড়কটি দীর্ঘদিন ছিল খানাখন্দে নিমজ্জিত। এ নিয়ে দৈনিক আমার ফেনী 'খানাখন্দে জর্জরিত লেমুয়া টু তেরবাড়িয়া সড়ক' একটি প্রতিবেদনে ১৭ই অক্টোবর ২০২৪ প্রকাশিত হয়। প্রকাশিত রিপোর্টটি তখন লেমুয়া এলাকায় ব্যাপক প্রশংসা লাভ করে।
এটিকে মানুষের গণদাবি পোষণ করে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকানসহ সর্বত্র আলোচনার ঝড় তুলে। সদর উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত প্রতিবেদককে মুঠোফোনে শীঘ্রই সড়ক সংস্করণের আশ্বাস দেন। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে সড়কটির সংস্করণ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান নুহা এন্টারপ্রাইজ সড়কটির কাজ পায়। ১০০০ মিটার ব্যাপী রাস্তাটি সংস্কারের টেন্ডার হয়। এতে তেরবাড়িয়া রাস্তার মাথা থেকে কাঠের পোল পর্যন্ত সংস্কার করা হবে বলে জানান ঠিকাদার ইসরাফিল হোসেন।
রাস্তাটির সংস্করণের মাধ্যমে লেমুয়ায় যোগাযোগ ও অর্থনৈতিক স্বচ্ছতা আসবে বলে জানান স্থানীয়রা। সদর উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত ও অনুন্নত সড়কসমূহের মধ্যে লেমুয়া রাস্তার কথা উল্লেখযোগ্য। এই ইউনিয়নের মূল দুই সড়ক তেরবাড়িয়া টু লেমুয়া এবং লেমুয়া টু মমতাজ মিয়া সড়কের অস্থায়ী সংস্করণের ফলে রাস্তাটি ভেঙে মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নুহা এন্টারপ্রাইজের অধীনে রাস্তার কাজটি পরিচালিত হচ্ছে। প্রায় ৮০ লক্ষ বাজেটে কাজটি সম্পন্ন হচ্ছে বলে জানান ঠিকাদার ইসরাফিল। তেরবাড়িয়া রাস্তার এই সড়কটির মাধ্যমে হাইওয়েতে চলাচল করা যায়। প্রতিদিন প্রায় শতাধিক গাড়ির চলাচল থাকে এই রাস্তায়।
সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু জানান, দীর্ঘ ৪/৫ বছর এই রাস্তা খানাখন্দে ভরা। এখানে নেই কোন বিটুমিনের অস্তিত্ব। গেল বন্যায় পানির স্রোতে বড় বড় গর্তের ফলে প্রতিদিন এখানে সিএনজি চলাচলের অনুপযোগী হচ্ছে। কাজটি দ্রুত সম্পন্ন হলে আমাদের যাতায়াতে সুবিধা হবে।
ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম মিয়াজী বলেন, লেমুয়ার রাস্তার দুরবস্থার ফলে আমরা বিভিন্ন অংশে পিছিয়ে আছি। জনগণের দাবির প্রেক্ষিতে রাস্তাটির টেকসই মেরামত জরুরি।
এই বিষয়ে ঠিকাদার ইসরাফিল হোসেন জানান, "কাজটিকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার চেষ্টা করছি। এটি আমার প্রথম কাজ। চলতি মাসেই কাজটি শেষ করার জন্য সর্বোচ্চ শ্রমিক দিয়ে কাজ করছি। লেমুয়ার মানুষের দুঃখ দুর্দশার কথা আমি শুনেছি। কাজটি করে রাস্তাটিকে মডেল ইউনিয়নের রাস্তা রূপে স্থানীয়দের উপহার দিব।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর