
পঞ্চগড়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জুলাই সহ সকল গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট আমলে ছাত্র শিবিরসহ অন্যান্য রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বিকেল ৪টায় এম আর কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াত, উপজেলা জামায়াত, ছাত্র শিবির ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বোদা উপজেলা জামায়াতের আমির জাহিদুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি রাশেদ ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদিন, জেলা সেক্রেটারি লুকমান আলী প্রমুখ। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান।
বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন নিরপরাধ রাজনীতিবিদ, যাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। তারা দাবি করেন, আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেয়া হয়নি, যা অত্যন্ত অবিচার। বক্তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে তাকে মুক্তি দেয়ার দাবি জানান, অন্যথায় তার মুক্তি না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর