
পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জে’র ঢাংমারী খালের ওলারভারানী এলাকা থেকে ৪২ কেজি মাংস জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (৭ মে) দিবাগত রাতে বন বিভাগের ঢাংমারী স্টেশনের ওলারভারানী এলাকায় একটি নৌকা যাওয়ার সময় নৌকাসহ এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় বনরক্ষীরা।
ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, একদল চোরা শিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে নৌকায় নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা। ওই নৌকাটিতে ৪ জন হরিণ শিকারি যাওয়ার সময় তাদের ধাওয়া করে বন কর্মীরা। এসময় চোরা শিকারিরা খালে কিনারায় নৌকা রেখে বনের গহীনে পালিয়ে যায়।
পরে ওই নৌকায় তল্লাশি করে ৪২ কেজি হরিণের মাংস , বরফ ককটেলসহ মাংস রান্না করার সরঞ্জামাদি উদ্ধার করে। জব্দ করা নৌকা এবং উদ্ধারকৃত মাংস ও মালামাল মামলা দায়েরের পরে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর