
মানহীন পণ্য বিক্রয় করার অপরাধে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে শহরের নিচের বাজারে অভিযান পরিচালনার সময় জরিমানা করা হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার সামগ্রী (শিশু খাদ্য) তদারকি করা হয়। এসময় অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, এসময় মানহীন ও যথাযথ তথ্য না থাকা পণ্য ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহ করায় তাজিমুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স তাজমুল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সেই সাথে জব্দকৃত ৪ বস্তা জুস বার ধ্বংস করা হয়।
অভিযানটি সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, বাজার কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর