কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে যৌথ বাহিনীর বিশেষ ‘ব্লিটজ’ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেয় র্যাব, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ ও বন বিভাগের সদস্যরা।
র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান বলেন, “সম্প্রতি কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে মাদক চোরাচালান, অপহরণসহ নানা অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। এই পরিস্থিতিতে যৌথ বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।”
অভিযানে প্রায় ১০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা, দুটি দেশীয় এলজি, একটি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির যন্ত্রাংশ ও কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গত তিন মাসে কক্সবাজারে প্রায় ৪০টি অপহরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রায় ৩০টি ঘটেছে উখিয়া ও টেকনাফ এলাকায়। পাহাড়ি অঞ্চলের কিছু স্থানে সক্রিয় সশস্ত্র চক্র এসব অপরাধে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় পাহাড়ি এলাকায় টহল জোরদার রাখা হয়। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর এই কর্মকর্তা।
স্থানীয় পুলিশ প্রশাসন, বন বিভাগ এবং বিজিবি সমন্বয়ে ভবিষ্যতেও পাহাড়ি এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর