
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বিকাল থেকে পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক এবং গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব (৫০), পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল শিকদার (৫০), উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ (৪০) ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নুর সমাপ্ত (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালায়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন।
হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যায়। এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর