
বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর তামাক ক্রয় কেন্দ্রের অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ মে) ভোর রাতে ১৫/১৭ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে হিসাব রক্ষকসহ অন্যদের জিম্মি করে বিপুল পরিমাণ টাকা লুট করে নিয়ে যায়।
আবুল খায়ের টোব্যাকো লামার জোন ইনচার্জ আব্দুর রব জানিয়েছেন, অফিসে তামাক ক্রয়ের জন্য সাড়ে ৫ কোটি টাকা মওজুদ থাকলেও একটি বোল্ট লক হয়ে যাওয়ায় কি পরিমাণ টাকা লুট হয়েছে তার সঠিক হিসাব শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জানা যায়নি।
কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাগণ ও চট্টগ্রাম থেকে আসা উচ্চপর্যায়ের কর্মকর্তা টাকার পরিমাণ নিরুপম করতে কাজ করছে। এদিকে সকাল থেকে ঘটনাস্থলে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন অবস্থান করছে।
লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন সহ পুলিশের ১টি টিম এবং র্যাব-১৫ বান্দরবানের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছেন।
আবুল খায়ের টোব্যাকো কোম্পানির, লামা জোনের জোন ইনচার্জ মো. আব্দুর রব জানান, ডাকাতের হামলায় হিসাব রক্ষক মো. জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ডাকাতি ও টাকা লুটের খবর পেয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লামা থানা অফিসার ইনচার্জ মো. তোফাজ্জ্বল হোসেন এ বিষয়ে পরে আরো বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন। পুলিশ ও র্যাবের উপস্থিতিতে লক হয়ে যাওয়া টাকার বোল্ট খোলার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয় নাই।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর