
নীলফামারীর কিশোরগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে সন্ধ্যা সাড়ে সাতটায় একটি বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ উপজেলা শাখা।
বাংলাদেশ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ উপজেলা শাখার কার্যালয় থেকে বিক্ষোভটি বের হয়ে উপ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা স্লোগান দিতে থাকে, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে দেও, আওয়ামী লীগকে নিষিদ্ধ কর-করতে হবে, গণহত্যার বিচার চাই, বিচার চাই। স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে উপশহরের প্রধান বাজার। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে।
এতে বক্তব্য রাখেন নীলফামারী জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে উদার, সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, কিশোরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রোমানুজ্জামান রোমান, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মেহেদি হাসান লাভলু, সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম কিরণ, কিশোরগঞ্জ উপজেলা শাখা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ওবায়দুল ইসলাম প্রমুখ।
বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নিষিদ্ধের দাবিসহ গণহত্যার বিচার দ্রুত করার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর