
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খান ও বারহাট্রা রবিন শেখ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে দায়ের করা নাশকতা মামলায় তাকে রবিবার (১১ মে) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।
অপর দিকে, নেত্রকোনার বারহাট্টায় বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় রবিন শেখ (২৯) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে বারহাট্রা থানা পুলিশ।
তার বিরুদ্ধে হত্যাসহ আরও ৪ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, উপজেলার নৈহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বারহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিন শেখ বারহাট্টা শহরের বৃকালিকা এলাকার ইনচান শেখের ছেলে। বারহাট্টা শহরের বৃকালিকা এলাকায় গত সোমবার (৫ মে) রাত ৮টার দিকে বারহাট্টা শহরের পুরাতন কোর্ট ভবনের পাশে উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের বাসায় হামলা ও ভাঙচুর করে রবিন, তার ভাই রকি, বাবা ইনচান শেখসহ আরও কয়েকজন। এসময় দোকানে থাকা তার ভাতিজা সাব্বির তালুকদার আহত হয়।
পরদিন এ ঘটনায় নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বাদী হয়ে রকি, রবিন ও তাদের বাবা ইনচান শেখসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় আজ রবিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
পরিবারের লোকজন দরজা লাগিয়ে কোনোরকম আত্মরক্ষা করেছে। সিসিটিভি ফুটেজে তাদের ওই হামলার দৃশ্য রয়েছে। আমরা এর বিচার চাই।
বারহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, রবিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। রবিনের নামে হত্যাসহ আরও চারটি মামলা রয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর