
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, "যারা ফ্যাসিবাদের সঙ্গে দস্তি পাকাবেন, বন্ধুত্ব করবেন বা সহযোগিতা করবেন-বাংলাদেশের মানুষ তাদের সবাইকে একই কাতারে দেখবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে কায়েম হতে দেওয়া হবে না। আমরা আর কোনো ফ্যাসিস্ট শক্তিকে প্রতিষ্ঠিত হতে দেব না।"
রবিবার (১২ মে) বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অনেকেই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি হবে না, যেনতেন নির্বাচন হতে দেওয়া হবে না। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে স্থানীয় নির্বাচন পরিচালনা করতে হবে। তার আগে ২০১৩-১৪ সালে সংঘটিত সকল গণহত্যার বিচার করতে হবে এবং জড়িতদের ফাঁসির মঞ্চে তুলতে হবে। যুদ্ধাপরাধের বিচারের নামে যাদেরকে হত্যা করে শহীদ করা হয়েছে, সেই সকল হত্যাকাণ্ডে জড়িত কর্মকর্তা, স্বাক্ষী ও বিচারকদের বিচার করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এতে আরও বক্তব্য দেন—জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী, মাওলানা আব্দুস সোবহানের ছেলে নেসার আহমেদ নান্নু, মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর, আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুর গাফফার খান, কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল বাসেত খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর