
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার (১২ মে) সকালে দেশের ১৩টি জেলার ওপর দিয়ে তীব্র ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে জানানো হয়, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কিছু এলাকায় সকাল ১০টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ অবস্থায় বজ্রপাতের সময় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দ শোনার পর কমপক্ষে ৩০ মিনিট ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে।
এদিকে, আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকা এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দেশের বিভিন্ন জেলায় চলমান তাপপ্রবাহ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর