
শুভাঢ্যা খাল পূন:খনন কাজ শুরু হয়ে গেছে, এর জন্য ৩১৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে।
এত টাকা কেন লাগবে সে বিষয়টা দেখার জন্যই সরজমিনে এসেছি বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা শ্মশান ঘাট এলাকায় শুভাঢ্যা খাল খনন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি আরো জানান, আগামী অর্থবছরেই খালের পূন:খনন কাজ শেষ হবে, এ কাজে সেনাবাহিনীকে সংযুক্ত করা হয়েছে। অন্যান্য স্থানে যেমন ময়লা পরিষ্কার করলেই হয়ে যায় কিন্তু এখানে খালটাকেই অনেক স্থানে পুনঃ খনন করতে হবে। পাশাপাশি খালের পাড় বাঁধাই, ওয়াকওয়ে ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার রয়েছে, তাই খরচ টা একটু বেশি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার এত টাকা দিয়ে খাল খনন করে দিচ্ছে কিন্তু আবারো যেন বর্জ্য ফেলে ভরাট করে ফেলা না হয় সেজন্য এলাকাভিত্তিক মনিটরিং কমিটি গঠন করতে হবে।জনগণের টাকায় এই খাল খনন করা হবে। জনগণের অর্থ যাতে অপচয় না হয় এবং অর্থ যেন সাশ্রয় হয় সেই বিষয়ে সরকার দেখভাল করবে।
এছাড়া অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর করণের জন্য সিটি কর্পোরেশন গুলোতে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম, তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর, সহকারি একান্ত সচিব আশিকুর রহমান সমী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকতসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর