
চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ৭ মে ২০২৫ পর্যন্ত দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৫ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার, যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এর আগে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে, যার পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যমতে, জুলাই ২০২৪ থেকে ৭ মে ২০২৫ সময়কালে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার। শুধু মে মাসের প্রথম সাত দিনেই এসেছে ৭৩৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৪ সালের ওই সময় রেমিট্যান্স এসেছিল ৬০১ মিলিয়ন ডলার।
মাসভিত্তিক রেকর্ড
চলতি অর্থবছরের মার্চ মাসে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এপ্রিল মাসে—২৭৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার।
শীর্ষ প্রেরণকারী দেশসমূহ
এপ্রিল মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে—৪৯ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে—৩৭ কোটি ২১ লাখ ৭০ হাজার ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র, যা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শীর্ষ অবস্থানে ছিল, এপ্রিল মাসে ৩৩ কোটি সাত লাখ ৪০ হাজার ডলার পাঠিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে।
এছাড়া অন্যান্য দেশের মধ্যে যুক্তরাজ্য থেকে এসেছে ২৯ কোটি ৪১ লাখ ডলার, মালয়েশিয়া থেকে ২১ কোটি ৯ লাখ ডলার, কুয়েত থেকে ১৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলার, ইতালি থেকে ১৫ কোটি ৫ লাখ ৯০ হাজার ডলার, ওমান থেকে ১৪ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ডলার, সিঙ্গাপুর থেকে ১১ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ডলার এবং কাতার থেকে এসেছে ১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার।
অন্যান্য উৎস দেশসমূহ
এছাড়া বাহরাইন থেকে এসেছে ৬ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার, ফ্রান্স থেকে ৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার ডলার, দক্ষিণ আফ্রিকা থেকে ২ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার, দক্ষিণ কোরিয়া থেকে ২ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডলার এবং কানাডা থেকে ২ কোটি ৩৭ লাখ ডলার।
এছাড়া:
বিশ্লেষণ
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসীদের মধ্যকার ব্যাংকিং চ্যানেল ব্যবহারে আগ্রহ বৃদ্ধি, সরকারের রেমিট্যান্স প্রণোদনা নীতিমালা এবং বৈধ পথে অর্থ প্রেরণের উৎসাহ প্রদান—এই তিনটি কারণ এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ ব্যাংকও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে নানা ধরনের সুবিধা অব্যাহত রেখেছে।
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর