
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সরকারি গেজেট হাতে পেলেই দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১২ মে) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আমরা গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি। আকাশে সূর্য উঠলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলেই নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রজ্ঞাপন পেলেই কি নিবন্ধন বাতিল সম্ভব—এমন প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, “গণমাধ্যমের খবর দেখে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। প্রজ্ঞাপন হাতে এলে আমরা বসে সিদ্ধান্ত নেবো। এটি একটি সাংবিধানিক সংস্থা, আমরাও এ বিষয়ে সচেতন। তবে গেজেট না আসা পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমে যা বলা হচ্ছে, তা আমরা জানি। কিন্তু অফিসিয়ালি ‘এক্স্যাক্টলি’ কী আছে, তা না জেনে কিছু বলা সম্ভব নয়।”
উল্লেখ্য, ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টানা আন্দোলনের মুখে গত শনিবার (১০ মে) রাতেই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করে। ওই রাতেই আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের এ সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে (সোমবার) জারি করা হবে।
সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা প্রজ্ঞাপন আকারে প্রকাশের কথা জানানো হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর