
গাইবান্ধার সাদুল্লাপুরে কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক র্যাব সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। তিনি বলেন, এর আগে রোববার রাতে দায়িত্ব শেষে মোটরসাইকেলে ক্যাম্পে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে সাহার বাজার এলাকায় পৌঁছালে প্রবল ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে তাদের গায়ের উপর।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা অন্য র্যাব সদস্যও আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, `কালবৈশাখি ঝড়ে গাছ ভেঙে পড়ে র্যাব সদস্যের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আহত অপর সদস্য চিকিৎসাধীন আছেন।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর