
গাজীপুর জেলার জয়দেবপুর থানার সাহসী পুলিশ কর্মকর্তা এসআই (নি:) মোহাম্মদ জামাল উদ্দিন ‘জেলার শ্রেষ্ঠ ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার’ হিসেবে নির্বাচিত হয়েছেন। পেশাদারিত্ব, নিষ্ঠা ও বিচক্ষণতার মাধ্যমে একটি ক্লু-লেস (তথ্যবিহীন) হত্যাকাণ্ডের সফল তদন্ত করে তিনি এ সম্মাননা অর্জন করেন।
গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এপ্রিল ২০২৫ মাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই জামাল উদ্দিনের এই কৃতিত্ব শুধু তার একার নয়, বরং এটি গাজীপুর জেলা পুলিশের সার্বিক কর্মদক্ষতার প্রতিফলন। তাঁর এই স্বীকৃতি অন্যান্য পুলিশ সদস্যদের উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন জেলা পুলিশ কর্মকর্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর