
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরের দিকে প্রকাশ্যে কিশোর রিয়াদ আলী(১৪) কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রিয়াদ দর্শনা থানাধীন ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। পরে ঘটনাস্থলে গিয়ে দর্শনা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, দর্শনা ছয়ঘরিয়ার রিয়াদ ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত রিয়াদের পিতার সাথে দ্বন্দ্ব ছিল হযরত আলী নামে এক ব্যক্তির। সোমবার বিকেলে রিয়াদের বাবাকে মারতে আসে হযরত আলী। পরে রিয়াদের বাবাকে না পেলে ঘাতক হযরত রিয়াদকে হাঁসুয়া দিয়ে গলায় কোপ মেরে হত্যা করে পালিয়ে যায়। ঘাতক হযরত আলী ওই এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ছয়ঘরিয়া গ্রামের হত্যা কাণ্ড ঘটনার পর পার্শ্ববর্তী গ্রাম থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত হযরতের স্ত্রী ও তাকে আটক করা হয়েছে। তবে ঘাতক হযরতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আর তাছাড়া আইনের বিষয়গুলা প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর