
বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার পর এবার দলটির নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ মে) নির্বাচন কমিশন ভবনে চার ঘণ্টা বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবল আন্দোলনের ফলে গত শনিবার (১০ মে) রাতেই বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার।
ওইদিন রাতে আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের এ সংক্রান্ত সিদ্ধান্তের এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে (সোমবার) জারি করা হবে। সভায় তিনটি সিদ্ধান্ত হওয়ার কথা তুলে ধরেন।
তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এরপর আজ বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর