
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মান্নান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অলির বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অলির বাপের পাড়ার বাদশা মিয়ার বাড়িতে একটি পানির মোটর চুরি করতে গিয়ে মান্নান বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা জানান, বাড়িটির রান্নাঘরের ভেতরে থাকা মোটরটি চুরি করতে গিয়ে বিদ্যুৎতারের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে তিনি বাড়ির বাইরে থাকা আরেকটি মোটর চুরি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কফিল উদ্দিন বলেন, "ভোর পাঁচটার দিকে বাড়ির মালিক আমাকে ফোন করেন। আমি গিয়ে দেখি, মোটরের ওপর দুই হাত রেখে উপুড় হয়ে পড়ে আছে মান্নানের মরদেহ। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।"
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
পুলিশের দাবি, আবদুল মান্নান অতীতে চুরির অভিযোগে কয়েকবার আটক হয়েছেন এবং জেল খেটেছেন। স্থানীয় এলাকাতেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে।
সর্বশেষ খবর