
চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী এবং তাঁর স্বামী মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জিনাত সোহানা চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফারমিন গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও বিজিএমইএর সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বেও ছিলেন। অতীতে তিনি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এবং বেসরকারি কারা পরিদর্শকের দায়িত্ব পালন করেন।
তাঁর স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য আওয়ামী লীগের সভাপতি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তারের কারণ
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর হাজিরাকে কেন্দ্র করে তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় জিনাত সোহানা চৌধুরী এজাহারভুক্ত আসামি।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনকেও আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, “জিনাত সোহানা ৪ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধেই এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।”
সর্বশেষ খবর