
শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বর্নখোলা গ্রামে বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুরের সেচ কমাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক হাওলাদার ওই এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্যা জানান, স্বর্নখোলা গ্রামে তাদের ব্যক্তি মালিকানাধীন একটি পুকুর বৈদ্যুতিক মোটর পাম্প দিয়ে পানির সেচ কমিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। আজ ভোরে ওই বৃদ্ধ মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ পোস্টমর্টেম করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পেরন করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর