
নানা ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে করে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল দুলু। আগামী ২৪ মে বগুড়ায় আয়োজিত রংপুর ও রাজশাহী বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ও লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির ঘোষণা করায় মঙ্গলবার (১৩ মে) বিকেলে লালমনিরহাট জেলা যুবদল আয়োজিত এক মিছিলে অংশ নেওয়ার পূর্বে এমন মন্তব্য করেন তিনি।
বিগত ১৬ বছর ধরেই বিএনপি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি জানিয়ে দুলু বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না। এসময় বর্তমান পরিস্থিতি তুলে ধারে দ্রুত নির্বাচন দিয়ে জাতিকে বিভক্ত হওয়া থেকে রেহাইয়ের আহ্বানও জানান তিনি।
দুলু বক্তব্যে আরো বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না তার প্রমাণ আমরা ৮ মাসে দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা দিনদিন অবনতি ঘটছে, অর্থনীতির অবস্থা ভালো না। সে কারণে জনগণের ম্যান্ডেড ছাড়া কোন রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আমরা সংস্কার চাই আমরা সংস্কারের বিপক্ষে নই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০২৩ সালে ৩১ দফা দাবি সংস্কারের প্রস্তাব দেয় এবং জনগণের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, যারা এখন সংস্কারের কথা বলেন তারা তখন কোথায় ছিলেন, তারা তো সংস্কার দূরের কথা রাজপথের তাদের দেখতে পাই নাই, এখন বড় বড় ছবক দেন, বড় বড় ছবক দিয়ে জাতিকে বিভক্ত করবেন না। জাতি যদি বিভক্ত হয়ে যায় তাহলে প্রতিত শাসক, প্রতিত সরকার, পতিত ফ্যাসি বাদী আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। এসময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
মিছিলে লালমনিরহাট জেলা বিএনপি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুলহক, সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ বিএনপির কয়েকহাজার নেতাকর্মী ও লালমনিরহাট জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ববৃন্দসহ অন্তত ৩ হাজার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল(সোমবার) সন্ধ্যায় লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটির কেন্দ্রীয় কমিটি। এতে আনিছুর রহমান ভিপি আনিছকে আহ্বায়ক ও হাসান আলিকে সদস্য করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর