
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদা কে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টায় গাজীপুর উত্তর ছায়া বিথী এলাকায় তাহার ভাড়া করা একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
আটককৃত শাহিদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের শান্তি চরণ এর কন্যা।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই থানা এলাকায় একটি শিশু পঙ্গুত্ব হওয়ার মামলার এজহার ভুক্ত আসামি হওয়ায় তাকে আটক করা হয়। তাছাড়া গার্মেন্টস সেক্টরে ভাঙচুর মারামারিতে উসকানি দাতা ছিলেন এই নেত্রী।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর