
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে একজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা-রাধানগর বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাজা মোল্যা (৫০)। তিনি ইতনা ইউনিয়নের পার-ইছাখালি গ্রামের লবা মোল্যার ছেলে। তিনি পেশায় কৃষক।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাজা মোল্যা নিজ বাড়ি থেকে বাজার করার উদ্দেশে কুমারডাঙ্গা বাজারে যায়। সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য পলাশ শেখের নেতৃত্বে এসেকেন্দার, ইনসান, রবিউল, শরিফুলসহ ১০/১২জন মিলে ধারালো অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউলের চায়ের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যাকে ঘিরে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে ফেলে রাখে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জানতে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেন নাই।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিডি২৪লাইভকে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
আরমান/সাএ
সর্বশেষ খবর