
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় বজ্রপাতে হাতেম আলী(৪৫) নামে ১ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ৭ টা ৩০ মিনিটে জমিগে কাজ করতে গিয়ে তার নৃত্যু হয়। মৃত হাতেম আলী কচাকাটার কুমোদপুর এলাকার ছাফের আলীর পুত্র বলে জানা গেছে।
সকালে ধান কাটতে গিয়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বল্লভেরখাস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নূরজামাল কবীর। তার এ আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি পেশার একজন পল্লি চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর