
"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়"এই প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী '৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১৪ মে ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানি বিশ্বাস, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শামীমা ইয়াসমীন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় ক্ষুদে বিজ্ঞানীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।উদ্বোধন শেষে তিনি বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের সাথে আলাপচারিতায় তাদের উৎসাহ প্রদান করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর