
ঢাকার কেরানীগঞ্জে অনুমোদন ছাড়া নকশা বহির্ভূত বাড়ি নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (১৫ মে) দিনভর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া বনগ্রাম এলাকায় রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় আটটি নির্মাণাধীন বাড়ির বর্ধিতাংশ ভেঙে ফেলা হয় এবং তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ফরিদ উদ্দিন নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়ে রাজউকের কাছ থেকে ভবনের নকশা অনুমোদন সাপেক্ষে কাজ করার নির্দেশনা দেয়া হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান কালে রাজউকের জোন (৭/২) অথোরাইজ অফিসার সাঈদা ইসলাম, ইন্সপেক্টর জয়নাল আবেদীন সহ রাজউক ও পল্লি বিদ্যুতের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর