
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায়, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে মাহমুদুর রহমান লিওন নামে এক ছাত্রনেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় রংপুর নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
মাহমুদুর রহমান লিওন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।
লিওন বলেন, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি ও ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন।
তিনি অভিযোগ করে বলেন, দুই মাস আগে রংপুর নগরীর ঘাঘট এলাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় হাউজি জুয়ার আসর বসানো হয়। সেখান থেকে ৭ লাখ টাকা চাঁদা নেন জেলা কমিটির সদস্যসচিব আশফাক আহমেদ জামিল। পরে আহ্বায়ক ইমরান আহমেদের মাধ্যমে ঈদের আগে কমিটির অনেক সদস্য সেই টাকা ভাগাভাগি করে নেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া এই ছাত্রনেতা বলেন, রংপুর সিটি কর্পোরেশনে নিয়োগ-বাণিজ্য করে লাখ লাখ টাকা নেন নেতারা। এ ছাড়া পীরগাছায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের কাজ আটকে দেন জেলা কমিটির আরেক সদস্য রওশন জামিল। তার অভিযোগ, আশ্রয়ণ প্রকল্প থেকে অর্থনৈতিক সুবিধা নিতে না পারায় জেলা কমিটির নেতাদের নির্দেশে তিনি এই কাজ বন্ধ করে দেন।
মাহমুদুর রহমান লিওন বলেন, জেলা কমিটির নেতাদের দুর্নীতি নিয়ে এর আগে অনেকবার প্রতিবাদ করেছি। এ জন্য আমাকে হুমকি, ভয়ভীতি দেখানো ও বহিষ্কারের ভয় দেখানো হয়েছে। একজন আদর্শনিষ্ঠ আন্দোলনের কর্মী হিসেবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে চুপ থাকতে পারি না। তাই কমিটির পদ থেকে পদত্যাগ করছি।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, মাহমুদুর রহমান লিওন জেলা কমিটির ম্যাসেঞ্জার গ্রুপের স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করে, এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন শুনছি সে নাকি পদত্যাগ করেছে। কিন্তু জেলা বা কেন্দ্রীয় কোনো দায়িত্বশীলকে সে পদত্যাগপত্র জমা দেয়নি।
তিনি আরও বলেন, সাংগঠনিক গ্রুপে অনেক সময়ই ইনফর্মাল কথাবার্তা হয়। সেইগুলা বিভিন্ন সময়ে স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জনের কাছে শেয়ার করে। এসব নিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষে হয়তো আরও স্পর্শকাতর তথ্য জানবেন। তার (লিওনের) বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন (আইনগত ব্যবস্থা) নেওয়া হবে। সে দোষী সাব্যস্ত। এ জন্য সে উল্টো আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর