
কুচকুচে কালো বিশাল অকৃতির গরু! আসন্ন কোরবানিকে সামনে রেখে প্রস্তুত সুঠাম দেহের অধিকারী এই গরুটি। নজর কাড়া ফ্রিজিয়াম জাতের গরুটির ওজন ২১-২২ মন। দুই বছর ধারে গরুটিকে নিজের সন্তানের মত করে লালনপালন করেছে মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়ার শাহারুল ইসলাম।
গরু পালনকারী সাহারুল ইসলাম জানান, দেখতে কেশ কালো হওয়ায় তার নাম রেখেছি কালামানিক। দিন-রাত ২৪ ঘণ্টা কালা মানিকের ঘরে চলে ফ্যান। গোসল করানো হয় দিনে দুই-তিন বার। কালা মানিকের নিয়মিত খাবারে মধ্যে রয়েছে খৈল,কাঁচা ঘাস, বিচালি, ভূট্টার ময়দা, চালের কুড়া। পরম যত্নে পালিত কালামানিক জেলার সবচেয়ে বড় গরু হওয়ায় দাম চাচ্ছেন ২৫ লাখ।
সাসিউল জানায়, কালা মানিকের খাওয়ানো, গোসল করা থেকে শুরু করে পরম আদর যত্ন করি। আর এ কারণেই আমাদের মধ্যে গড়ে উঠেছে মধুর সম্পর্ক।
বিলকিস খাতুন জানান, নিজের সন্তানের মত যত্নে বড় করা কালা মানিককে আসন্ন কোরবানিতে ২৫ লক্ষ টাকায় বিক্রয় করতে চাই।
স্থানীয়রা জানান, কোন ধরনের ক্ষতিকারক বা হরমোন জাতীয় ওষুধ ব্যবহার না করে দেশীয় খাবার বিচালি, চালের কুড়া, খৈল, কাঁচা ঘাস খাইয়ে শরিফুল গরু লালন পালন করেছেন। কোরবানিতে দাম ভালো পেলে এলাকার অনেকেই কালা মানিকের মত এমন গরু পালন করতে চান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর