
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “তার বিরুদ্ধে একটি মামলার পরোয়ানা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং ভাটারা থানায় হস্তান্তর করে।”
উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ ‘জ্বিন ৩’ সিনেমায় দেখা গেছে, যা গত ঈদে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল।
সর্বশেষ খবর